ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

গার্মেন্টস কর্মীকে ধর্ষণ মামলা: আদালতে ৫ জনের জবানবন্দি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৭ ঘণ্টা, জুন ২৬, ২০২১
গার্মেন্টস কর্মীকে ধর্ষণ মামলা: আদালতে ৫ জনের জবানবন্দি প্রতীকী ছবি

চট্টগ্রাম: নগরের আকবর শাহ এলাকার গার্মেন্টস কর্মী এক তরুণীকে ধর্ষণের ঘটনায় ৫ জন আদালতে জবানবন্দি দিয়েছেন।

শনিবার (২৬ জুন) বিকেলে চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইকবালের আদালতে জবানবন্দি দেন তারা।

আদালত সূত্রে জানা যায়, জবানবন্দি দেওয়া ৫ জন হলেন- আল আমিন (২৪), বাসের হেলপার শাহাদাত হোসেন মামুন (২২), বাস চালক ইসমাইল (৩১), বেলাল (২৩) ও সাগর (২২)। এদের মধ্যে সাগরকে মিরসরাই থেকে এবং অন্য ৪ জনকে সীতাকুণ্ড এলাকা থেকে গ্রেফতার করা হয়।

চট্টগ্রাম জেলার কোর্ট পরিদর্শক হুমায়ুন কবির বাংলানিউজকে বলেন, গার্মেন্টস কর্মীকে ধর্ষণের ঘটনায় মিরসরাই থানায় করা মামলায় ৬ জনকে দুপুরে আদালতে হাজির করা হয়। এদের মধ্যে ৫ জন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

এরআগে গত বৃহস্পতিবার রাতে ওই তরুণী মিরসরাই থানায় ধর্ষণ মামলা করলে পুলিশ ৬ জনকে গ্রেফতার করে।
ভুক্তভোগী তরুণীর অভিযোগ, বুধবার সন্ধ্যায় গার্মেন্টস থেকে ফেরার পথে বাসচালক বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে বাসে তুলে নেয়। সীতাকুণ্ডের দিকে গাড়ি চলতে থাকলে তিনি প্রতিবাদ করেন। একপর্যায়ে চলন্ত গাড়িতে তাকে ধর্ষণ করে চালক ও সহকারী। পরে আরও কয়েকবার ধর্ষণের শিকার হন ওই তরুণী।  

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, জুন ২৬, ২০২১
এমএম/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।