ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ভাদ্র ১৪৩১, ২৯ আগস্ট ২০২৪, ২৩ সফর ১৪৪৬

জাতীয়

দ্রুত সেবা দিতে রাজউকের ফাস্ট ট্র্যাক সার্ভিস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২৪
দ্রুত সেবা দিতে রাজউকের ফাস্ট ট্র্যাক সার্ভিস

ঢাকা: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) নিজেদের আওতাধীন এলাকায় বসবাসরত নাগরিকদের প্রত্যাশিত সেবা দ্রুততার সাথে দিতে ফাস্ট ট্র্যাক সার্ভিস চালু করেছে। সেই লক্ষ্যে বেশ কয়জন কর্মকর্তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাজউক সূত্রে এ তথ্য জানা যায়। এর আগে রাজউকের পরিচালক (প্রশাসন) মমিন উদ্দিন এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করে ৯ কর্মকর্তা-কর্মচারীকে ফাস্ট ট্র্যাক সার্ভিসের দায়িত্ব দিয়েছেন।

অফিস আদেশে বলা হয়, রাজউকের প্রধান কার্যালয়ের নিচ তলায় স্থাপিত ফাস্ট ট্র্যাক সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তারা পরিচালকের (প্রশাসন) তত্ত্বাবধানে দায়িত্ব পালন করবেন।

ফাস্ট ট্র্যাক সার্ভিসের দায়িত্ব পাওয়া ৯ কর্মকর্তা-কর্মচারীরা হলেন—রাজউকের সহকারী পরিচালক আল আমীন, ইমারত পরিদর্শক মলয় চন্দ্র রায়, নথিরক্ষণ কর্মকর্তা মাহফুজা হক মিশু, উচ্চমান সহকারী আব্দুল জলিল, ডাটা এন্ট্রি অপারেটর নজরুল ইসলাম, কম্পিউটার অপারেটর শহিদুল আলম, ইসমাইল মিয়া, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট খলিলুর রহমান এবং সার্ভেমেট (জরিপ সাথী) দেবাশীস কুমার সাহা।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২৪
এমএমআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।