ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

লঞ্চে অগ্নিকাণ্ড: কন্ট্রোল রুমে ৩১ নিখোঁজের তথ্য

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২১
লঞ্চে অগ্নিকাণ্ড: কন্ট্রোল রুমে ৩১ নিখোঁজের তথ্য

বরগুনা: লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় কন্ট্রোল রুমে এখন পর্যন্ত ৩১ নিখোঁজ ব্যক্তিদের তথ্য জমা পড়েছে বলে জানিয়েছেন বরগুনা জেলা প্রশাসক।

সোমবার (২৭ ডিসেম্বর) বরগুনা সার্কিট হাউজ ময়দানে অজ্ঞাত লাশ শনাক্ত করতে ঝালকাঠি, বরিশাল, বরগুনার নিখোঁজদের সর্বশেষ তালিকার তথ্যমতে, ৩১ জনের তথ্য বরগুনা কন্ট্রোল রুম নম্বরে জমা দিয়েছেন স্বজনরা।

তাদের মধ্যে পুরুষ ৭ জন, নারী ৯ জন এবং শিশু ১৩ জন।

নিখোঁজ স্বজনদের নমুনা সংগ্রহের জন্য টেলিফোনে ও মাইকিংয়ের মাধ্যমে তাদের জানিয়ে দেওয়া হয়েছে। সোমবার বরগুনায় নিখোঁজদের স্বজনের নমুনা গ্রহণ করা হবে।  

বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন কন্ট্রোল রুমের সমন্বয়কারী সাইদুর রহমান।

জানা যায়, ঝালকাঠির সুগন্ধা নদীতে ২৩ ডিসেম্বর দিনগত রাত আনুমানিক ৩ টায় ঢাকা-বরগুনাগামী লঞ্চ এমভি অভিযান-১০-এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বরগুনায় ৩৭ জন যাত্রীর মৃত্যু হন।  

শুক্রবার (২৪ ডিসেম্বর) বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান ঝালকাঠি থেকে পোড়া মরদেহ গ্রহণ করে ১০টি শনাক্ত করেন এবং তাদের স্বজনদের কাছে হস্তান্তর করেন। বাকি ২৩টি বেওয়ারিশ মরদেহ বরগুনার পোটকাখালী গণকবরে দাফন করা হয়।  

আরও পড়ুন: 
লঞ্চে আগুন: চালককে দায়ী করছেন যাত্রীরা
লঞ্চে লোহার পাত ছাড়া আর কিছুই নেই
আগুন লাগার জন্য যাত্রীদেরই দায়ী করলেন লঞ্চমালিক
বার্ন ইউনিট বন্ধ তাই চিকিৎসা হচ্ছে সার্জারি ইউনিটে
ছেলেকে খুঁজতে পুড়ে যাওয়া লঞ্চে বাবা
লঞ্চে আগুনের ঘটনা রাজনৈতিক কি না বলতে পারছি না: প্রতিমন্ত্রী
‘মৃত্যুর জন্য তৈরি হইছি, ছেলে আমাকে চুমু দেয়-আমি তাকে’
শেবাচিমে রোগী আর স্বজনদের আহাজারি
যাত্রীদের উদ্ধারে প্রথম এগিয়ে যান স্থানীয়রা
সন্তানকে খুঁজছেন মা
গুরুতর আহতদের প্রয়োজনে হেলিকপ্টারে ঢাকা নেওয়া হবে
লঞ্চের অগ্নিনির্বাপক যন্ত্র কি আদৌ কাজে এসেছিল
স্ত্রী-দুই মেয়েকে না পেয়ে দিশেহারা অটোরিকশাচালক সুমন

বাংলাদেশ সময়: ১০৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২১
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।